রাউজান থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
রাউজান থানার এসআই মো. আনিছুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হুমায়ুন কবির রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার নুর বক্স টেন্ডলের বাড়ির বাসিন্দা এবং ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় দায়ের করা অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলায় দুই বছরের সাজা পরোয়ানা ছিল।


