পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামা উন্নয়ন ফাউন্ডেশন (এলডিএফ)-এর উদ্যোগে লামা পৌরসভার ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অভিযানের উদ্বোধন করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ও উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা লামা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযানের অংশ হিসেবে লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা ময়লার স্তুপ এবং তিন রাস্তার মোড়ের আবর্জনা পরিষ্কার করা হয়। অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতার বার্তা নিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি সচেতনতামূলক মিছিলও করেন।
লামা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বলেন, “আমরা চাই, লামা একটি পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা হিসেবে গড়ে উঠুক। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাবো। সবাই যদি নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখে, তবে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
‘পরিবেশের জন্য সবুজ, সুস্থ থাকুন’ — এই শ্লোগানকে ধারণ করে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


