শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Single Top Banner

রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পশ্চিম গুজরায় বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক :

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মগদাই বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের।

সমাবেশে পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, যুবদল নেতা ইয়াকুব বাদশা, বিএনপি নেতা আব্দুর রশিদ ঘড়ি, লোকমান হোসেন মেম্বার, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজম আলী, আনোয়ার শাহ, শহিদুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, আকতার হোসেন, নেচার উদ্দিন, মোহাম্মদ শরীফ, কায়ছার হামিদ দিদার, মোহাম্মদ সেলিম উদ্দিন তালুকদার, মাহাবুব আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ছাত্র-যুব কর্মী ও অনেকে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দিনের মধ্যে জনসম্মুখে সংঘটিত নির্মম হত্যার দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারীদের গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন যে প্রশাসনের নিরবতায় অপরাধীরা সন্ত্রাস ও নৈরাজ্য বৃদ্ধি করতে পারে। বক্তারা রাউজানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দ্রুততম সময়ে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান এবং গ্রেফতার না হলে বৃহৎ আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন আরও অনেকে — মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ ওসমান চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন, শেখ আহাম্মদ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ মিয়া, মোসলেম উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ, সাজ্জাদ, তানিম, মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াসিন, সাকিব, আজিজ, জয়, রিয়াদ, নকিব, ইমরান, ফয়সাল প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত